• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

বিপিএল

লিটনের লড়াকু ইনিংস হার থেকে বাচাতে পারলো না কুমিল্লাকে

  • ''
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি ২০২৪

শেষ ওভারে জয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে করতে হতো ২৫ রান। তখনো বাইশ গজে ছিলেন আন্দ্রে রাসেল ও লিটন কুমার দাস। তবে ওভারের প্রথম বলে লিটনকে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। ম্যাচ জয়ের আশাটাও সেখানেই শেষ হয় কুমিল্লার। তানজিম সাকিব নিজের শেষ ওভারে খরচ করেছেন মাত্র ১২ রান। প্রথম বলে লিটনকে ফেরানোর পর ওভারের শেষ বলে নিয়েছেন রাসেলের উইকেটও। শেষ পর্যন্ত ১২ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়েছে কুমিল্লাকে।

সিলেটের দেয়া ১৭৮ রানের টার্গেটে পুরো ইনিংস জুড়ে একাই লড়ে গিয়েছেন লিটন কুমার দাস। ওপেন করতে নেমে এই ব্যাটার কুমিল্লাকে ম্যাচ জেতানোর চেষ্টা চালিয়েছেন শেষ ওভার পর্যন্ত। ৫৮ বল থেকে করেছেন ৮৫ রান। ব্যাটিং করেছেন ১৪৬.৫৫ স্ট্রাইকরেট নিয়ে। তবে শেষ পর্যন্ত জেতাতে পারেননি তার দলকে।

কুমিল্লার হয়ে এদিন রান করতে পারেননি তাওহীদ হৃদয়, মঈন আলীরা। শেষ দিকে লিটনের সাথে জয়ের জন্য চেষ্টা চালিয়েছিলেন রাসেল। তাকেও ফিরতে হয় ইনিংসের শেষ ওভারে। আউট হবার আগে ১৪ বলে ২৩ রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ১৬৫ রানেই থেমেছে কুমিল্লার ইনিংস।

সিলেটের হয়ে তানজিম সাকিব নিয়েছেন মোট ৩ উইকেট। এছাড়া দলটার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন সামিত প্যাটেল ও শফিকুল ইসলাম। চার ওভারে মাত্র ১৫ রান খরচ করে সামিত নিয়েছেন ১ উইকেট। শফিকুল চার ওভারে খরচ করেছেন ১৮ রান। তিনিও পেয়েছেন ১ উইকেট। এর আগে সিলেট স্ট্রাইকার্স করেছিল ১৭৭ রান। ব্যাট হাতে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার কেনার লুইস ও জাকির হাসান। এরপর বাকি কাজটা করেছেন বেনি হাওয়েল। এই ক্রিকেটার মাত্র ৩১ বল থেকে করেন ৬২ রান। তাতেই বড় সংগ্রহ পায় সিলেট।

/মামুন

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads